Falguner sms | bosonto sms | Pohela falgun sms

This is the largest collection of bangla falgun sms, all kinds of falguner sms is available here. This is the end of winter months. This is another festival of Bangladeshi. You will get all kids of Falguner sms, Falgun sms bangla, Pohela falgun sms, bosonto sms, bangla boshonto sms, boshonto sms,
shuvo boshonto sms.


ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।
Ful futuk na futuk, aaj bosonto.


ফাগুনের প্রথম সকালে, মেঘের কাছে পাঠালাম চিঠি, সে চিঠি হারিয়ে যাবেকিনা আঁচলের আচমকা বাতাসে, তবু ও প্রতি ফাগুনে পাঠাবো চিঠি, আকাশের খোলা ফ্রেমে, সবাইকে ফাগুনের অনেক শুভেচ্ছা।

Faguner prothom shokale, megher kache pathalam chithi, she chithi hariye jabe kina acholer achomka batashe, tobu o proti fagune pathabo chithi, akasher khola khame… Shobaike falguner onek shuveccha


চেনা সুর, অচেনা রং, একলা পথের মাঝে, হাত বাড়িয়ে রই ফাগুন এসেছে, তাই ফাগুনের শুভেচ্ছা দিয়ে যাই। ~শুভ হোক ফাগুন~
Chena shur, ochena rong, ekala pother majhe, hat bariye roi falgun eseche, tai falguner shuvesha diya jai. ~Shuvo Hok Falgun~


আমি অধীর অপেক্ষায় কান পেতে আছি আগুন ঝরা ফাগুনের শান্তির বার্তা শুনবো বলে।

Ami odhir opekkhai kaan pete achi agun jhora faguner santir batra sunbo bole.


নয়নে লাগিল দোলা, কারা যেন ডাকিল পিছে, বসন্ত গেছে এসে।

Noyone lagilo dola, kara jeno dakilo piche, bosonto geche ase.


তুমি এই হৃদয়ে জাগিয়েছো বসন্তের দোলা, ফাগুনের হাওয়ায় উদাসী মন ছুঁতে চেয়েছে তোমার মন।

Tumi ei ridoye jagiyecho boshonter dola, faguner haoay udashi mon chute cheyeche tomar mon.


ফাগুন নাকি বসন্ত কি নামে ডাকবো তোমায়, মনে ফাগুন জাগিয়েছ তুমি, বসন্ত হয়ে দিয়েছো মনে দোলা।

Falgun naki boshonto ki name daakbo tomay, mone fagun jagiyecho tumi, boshonto hoye diyecho mone dola.


এই মধুর মিলন আরও মধুময় বসন্ত বাতাসে, ফাগুন হাওয়ায় এ মন যে চাই তোমাতেই হারাতে!

Ei modhur milon aro mudhomoy boshonto batashe, Fagun haoay ei mon je chai tomatei harate!


আমার এক জীবনের বসন্ত তোমায় দিলাম,
ফাগুনের সম্মোহিত সুবাতাস তোমায় দিলাম।

Amar ek jiboner boshonto tomai dilam,
faguner shommohito shubatash tomay dilam.


এই বসন্তে ফুটেছে কত ফুল,
অভিসারি মন পেতে চেয়েছে তোমার কাছে নির্ভয় আশ্রয়।

Ei boshonte futeche koto ful,
ovishari mon pete cheyeche tomar kache nirvor asroy.


বসন্ত বাতাস উদাসী আকাশ,
মাতাল আমি তোর চোখের নেশায়।

Boshonto batash udashi akash,
Matal ami tor chokher neshay.


বসন্ত বাতাসে উত্তাল ঢেউ জাগে মনের সমুদ্রে,
এসো মিলি সবাই প্রাণের উচ্ছ্বাসে।

Boshonto batashe uttal dheu jage moner shomudre,
Esho mili shobai praner uchchashe.


কেন জানি না বসন্ত বাতাসে খুঁজে পায় বেঁচে থাকার মানে,
বসন্ত বাতাস মানেই তোমাকে খুঁজে ফেরা।

Keno jani na boshonto batashe khuje pay beche thakar mane,
boshonto batash maney tomakei khuje fera.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *