লিওনার্দো দা ভিঞ্চির উক্তি
লিওনার্দো দা ভিঞ্চি ( লেওনার্দো দি সের পিয়েরো দা ভিঞ্চি ) (এপ্রিল ১৫, ১৪৫২ – মে ২, ১৫১৯) ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চি নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৫শে এপ্রিল। “ক্লস লুইস” ভবন, ফ্রান্স যেখানে লিওনার্দো ১৫১৯ সালে মারা যান ২রা মে ১৫১৯ এ লিওনার্দো এই “ক্লস লুইস” ভবনে মৃত্যু বরণ করেন। তাঁর বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম। তাঁর শৈল্পিক মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সেই।
“শিল্প কখন ও শেষ হয় না, শুধুমাত্র পরিত্যক্ত হয়।” – লিওনার্দো দা ভিঞ্চি
“জ্ঞানার্জন মনকে ক্লান্ত করে নাহ” – লিওনার্দো দা ভিঞ্চি
“অশ্রু হৃদয় থেকে আসে এবং মস্তিষ্ক থেকে নয়।” – লিওনার্দো দা ভিঞ্চি
“প্রথম পরিচয়ে কোন কিছুই পছন্দনীয় বা ঘৃণিত হতে পারে নাহ।” – লিওনার্দো দা ভিঞ্চি
“উত্তম আনন্দ হচ্ছে কোন কিছু বোঝার আনন্দ।” – লিওনার্দো দা ভিঞ্চি